ঢাকা:দি ইন্ডিপেন্ডেন্ট এর সিনিয়র স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম আজাদকে আহবায়ক এবং পিআইবি‘র সহকারী সম্পাদক মিজানুর রহমানকে সদস্য-সচিব করে ১১-সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে শরীয়তপুর সাংবাদিক সমিতির যাত্রা শুরু হলো।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকায় কর্মরত শরীয়তপুর জেলার সাংবাদিকদের এক সভায় এই সংগঠন আত্বপ্রকাশ করে। সিনিয়র সাংবাদিক ও দৈনিক বঙ্গবানী পত্রিকার সম্পাদক মোস্তাক আহমেদ মোবারকী সভায় সভাপতিত্ব করেন।
কমিটি‘র অন্যান্য কর্মকর্তারা হলেন- যুগ্ম- আহবায়ক সাজ্জাদ হোসেন সবুজ (বাসস) ও কোষাধ্যক্ষ আনিসুর রহমান (ফিনান্সিয়াল এক্সপ্রেস)। নিবার্হী সদস্যঃ আবদুস সালাম (প্রথম আলো), মোজাম্মেল হক চঞ্চল (যুগান্তর), রোজিনা ইসলাম (প্রথম আলো), বোরহানউদ্দিন (অর্থকন্ঠ), আবু সুফিয়ান (নিউজনেক্সটবিডি), আহমেদ উল্লাহ (ডেইলি সান) ও শাহদাৎ হোসেন শাহীন (দৈনিক গণমুক্তি)।
সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ মোবারকী, কবি ও সাংবাদিক মাহমুদ শফিক, ফখরুল আলম কাঞ্চন (এনটিভি) ও সৈয়দ জহিরুল আবেদিন (ডেইলি অবজারভার) কে সংগঠনের উপদেষ্টা মনোনিত করা হয়।
আহবায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে সংগঠনের পুর্নাঙ্গ কমিটি গঠনের উদ্দোগ নেবে।
(ঢাকাটাইমস/১৯ ডিসেম্বর / এআর/ ঘ.)