logo ০৩ আগস্ট ২০২৫
টেলিভিশনের জন্য আলাদা ওয়েজ বোর্ড
খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
২০ ডিসেম্বর, ২০১৪ ১৮:০৬:০২
image

খুলনা : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, টেলিভিশনের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা ওয়েজ বোর্ড গঠন করা হবে।


খুলনা প্রেস ক্লাবে শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুখ আহমেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বেগম ফেরদৌসী আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, মহাবুবুল আলম সোহাগ, আনোয়ারুল ইসলাম কাজল প্রমুখ।


ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকতার স্বাধীনতা চাই, তবে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনা সুষ্ঠু সাংবাদিকতা হতে পারে না।


তিনি বলেন, দ্রুতই সম্প্রচার নীতিমালা হবে, তবে তা চাপিয়ে দেওয়া হবে না।


ইকবাল সোবাহান বলেন, দেশে ইলেকট্রনিক্স সাংবাদিকতার বিকাশ ঘটেছে। তাই তাদের জন্য আলাদা ওয়েজ বোর্ড গঠন করা হবে।


(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এমএটি)