জাতীয় সম্প্রচার আইন প্রণয়নে ৩৮ সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ডিসেম্বর, ২০১৪ ১৮:৫৬:০০

ঢাকা: জাতীয় সম্প্রচার আইন ও জাতীয় সম্প্রচার কমিশন আইন প্রণয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক গোলাম রহমানের নেতৃত্বে ৩৮ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত কমিটি গঠনের বিষয়টি ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সম্প্রচার) মোহাম্মদ আবুল হোসেন।
গঠিত কমিটির বিষয়ে জানতে চাইলে আবুল হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রহমানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্টজন ছাড়াও অ্যাডভোকেট, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, নাট্য ব্যাক্তিত্বসহ সকল সকল ক্ষেত্রের বিশেষজ্ঞদের রাখা হয়েছে।’
এই কমিটির সদস্য সচিব হিসেবে করা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সম্প্রচার) মোহাম্মদ আবুল হোসেন। জাতীয় সম্প্রচার আইনের জন্য দুই মাস এবং জাতীয় সম্প্রচার কমিশন আইনের জন্য তিন মাস সময় দেয়া হয়েছে কমিটিকে।
উল্লেখ, চলতি বছরের ৪ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন পায়।৭ আগস্ট গেজেট প্রণয়ণ হয়। প্রণীত নীতিমালা নিয়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ অনুযায়ী, জাতীয় আদর্শ ও উদ্দেশ্যের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করা, জনগণের প্রতি অবমাননা, স্বাধীন অখণ্ড বাংলাদেশের সংহতি ক্ষুণ্ন হতে পারে এমন দৃশ্য ও বক্তব্য সম্প্রচার করা যাবে না।
নীতিমালায় বলা হয়েছে, সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো সংস্থা, অপরাধ রোধ, অনুসন্ধান ও তদন্ত এবং অপরাধীকে দণ্ড প্রদানের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রতি কটাক্ষ বা বিদ্রুপ কিংবা তাদের পেশাগত ভাবমূর্তি বিনষ্ট করতে পারে এমন কোনো দৃশ্য প্রদর্শন কিংবা বক্তব্য প্রচার করা যাবে না।
এ ছাড়া এমন কিছু প্রচার না করা যা অসন্তোষ সৃষ্টি করতে পারে, বিভিন্ন শ্রেণী ও ধর্মের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে পারে। ব্যক্তির প্রাইভেসির জন্য ক্ষতিকর কিছু প্রচার করা যাবে না যাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
(ঢাকাটাইমস/২৩ ডিসেম্বর/ এইচএফ/এআর)