logo ০৭ মে ২০২৫
ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার শীর্ষক জাতীয় কনভেনশন
২৯ ডিসেম্বর, ২০১৪ ১৫:৪৪:১০
image


উন্নয়ন  গবেষণা সংগঠন ‘ভয়েস’ এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, ক্যাম্পেইন অন সিটিজেন রাইট টু ইনফরমেশন, ইক্যুইটি এন্ড জাষ্টিস ওয়ার্কিং গ্রুপ, অনলাইন নলেজ সোসাইটি, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এবং স্কুল অব কমিউনিকেশনস এন্ড কালচারাল মেটাফিজিক্স-এর যৌথ উদ্যোগে আগামী ৩১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার’ শীর্ষক জাতীয় কনভেনশনের আয়োজন করা হয়েছে।

ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ জানান, ব্যক্তিগত তথ্যসুরক্ষার অধিকার মানুষের মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানের ৪৩ নং ধারায় তথ্যসুরক্ষার অধিকার মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত। ‘আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা’ (ধারা ১২) ‘নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ’ (ধারা ১৭), জাতিসংঘের ‘কনভেনশন অন মাইগ্রেন্ট ওয়ার্কারস (ধারা ১৪) এবং ‘শিশু অধিকার সনদ’ (ধারা ১৬)-এ চৎরাধপু-কে অধিকার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বাংলাদেশ তথ্য অধিকার আইনেও ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি সুষ্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

স্বপন মাহমুদ বলেন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষের ফলে একদিকে যেমন যোগাযোগের পথ প্রসারিত হয়েছে, অন্যদিকে অর্থনৈতিক স্বার্থ এবং নিরাপত্তার অজুহাতে বিভিন্নভাবে মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার লঙ্ঘিত হচ্ছে। বিষয়টিকে অনেকেই সংবিধান, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার পরিপন্থী বলে মনে করেন। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় জাতীয় নীতিমালা ও আইন প্রণয়ন জরুরি। এ ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উদ্যোগগুলোর মাঝে সমন্বয় মানবাধিকার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা যায়, আয়োজিত অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কে এম রহমতুল্লাহ এমপি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, বিশেষ অধিকার সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রুস্তম আলী ফরাজী এমপি, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নিজেরা করি’র প্রধান সমন্বয়কারী খুশী কবীর, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজা, অধ্যাপক ও ব্যারিস্টার তানজীব উল আলম।