চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল সাড়ে নয়টা থেকে প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
প্রেস ক্লাবের নির্বাচনে ১৫টি পদে এবার ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আর এতে ভোটাধিকার প্রয়োগ করছেন মোট ২১৯ জন ভোটার।
দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম অফিসের নিউজ ইনচার্জ ওমর কায়সার নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, নির্বাচনে এবার সভাপতি পদে ৫ জন, সিনিয়র সহ সভাপতি পদে ৪ জন, সহ সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্ধিতা করছেন।
এছাড়া সাধারণ স¤পাদক পদে ৩ জন, যুগ্ম স¤পাদক পদে ৩ জন, অর্থ স¤পাদক পদে ৪ জন, সাংস্কৃতিক স¤পাদক পদে ৩ জন, ক্রীড়া স¤পাদক পদে ২ জন, গ্রন্থাগার স¤পাদক পদে ২ জন, সমাজসেবা ও আপ্যায়ন স¤পাদক পদে ৩ জন, প্রচার ও প্রকাশনা স¤পাদক পদে ২ জন এবং কার্যকরী সদস্যের পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গণনার পর সন্ধ্যা ৬টার মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
(ঢাকাটাইমস/ ৩১ডিসেম্বর/ আইকে/ জেডএ.)