logo ০৭ মে ২০২৫
সাপ্তাহিক এই সময়-এর এক বছর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ ডিসেম্বর, ২০১৪ ১৭:৪৯:৫৮
image


ঢাকা:রঙ-বেরঙের বেলুন আর ফুলে ফুলে ঢেকেছে পুরো কার্যালয়। উৎসব উৎসব সাজ। বাঁধ ভাঙা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। ঠিক এমন উৎসব মুখরতায় কেক কেটে উদযাপিত হলো সপ্তাহের কাগজ এই সময়’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ৩১ ডিসেম্বর বুধবার ইস্কাটন গার্ডেনে সাপ্তাহিক এই সময় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



 



উপস্থিত ছিলেন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও এই সময় সম্পাদক আরিফুর রহমান, সহযোগী সম্পাদক স্বকৃত নোমান, সহকারী সম্পাদক জাহেদ সরওয়ার, ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক কে এম আজিজুর রহমান, এই সময়ের প্রধান প্রতিবেদক হাবিবুল্লাহ ফাহাদ, ব্যবস্থাপক সহিদুল হাসান লিংকন, মানবসম্পদ উন্নয়ন বিভাগের নির্বাহী সাইফুল্লাহ মাহমুদ পলাশ, বিজ্ঞাপন ব্যবস্থাপক শামসুজ্জামান সবুজ, আলোকচিত্রী রাজিব নূর খান, বিপণন বিভাগের প্রধান আবদুল রশিদ মামুন, গ্রাফিক্স ইনচার্জ রেজাউল হোসেনসহ পত্রিকাটির প্রতিবেদক ও অন্যান্য কর্মীরা।



 





অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে সম্পাদক বলেন, ‘আমাদের আত্মপ্রকাশ এমনই একটি সময়ে ঘটেছিল যখন রাজনৈতিক খোয়াখুয়িতে উত্তাল দেশ। হরতাল, অবরোধে ঘর থেকে বের হওয়াই দায় ছিল তখন। ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে বলে বড় বড় বিজ্ঞাপনদাতারাও হাত গুটিয়ে বসে তখন। শুভাকাক্সক্ষী, সহকর্মীদের অনেকেই আরও অপেক্ষা করতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু শেষমেষ পত্রিকা বের করার সিদ্ধান্তেই অটল ছিলাম।’



 





বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার দৃঢ়তা ব্যক্ত করে আরিফুর রহমান বলেন, ‘সত্যের পথে আছি, ধীরে ধীরে এগোবোই একদিন। সর্বত্র ছড়িয়ে পড়ব। ‘ব্রান্ড সংবাদপত্রে’র মতো গালভরা বুলি আউড়িয়ে অন্যায়কে ন্যায় মেনে বিজ্ঞাপন পেয়ে আত্মসমর্পণ করবো না। সাফল্যের মানে আত্মসমর্পন নয়। সাফল্যের মানে শুধু যেনতেনভাবে জনপ্রিয় হওয়াও নয়। আমরা তথাকথিত ব্রান্ড হতে চাই না। কালোকে কালো বলে বিজ্ঞাপন পেয়ে লাল বা নীল বলার মানুষ আমি ও আমরা নই। তথাকথিত ব্রান্ড সংবাদপত্ররা কিন্তু তাই করছে। এই সময়ের জন্য সবার শুভ কামনা, দোয়া চাইছি।’



 





সহযোগী সম্পাদক স্বকৃত নোমান বলেন, ‘একটি পত্রিকার গুণগত মান বিচারের জন্য এক বছর খুব বেশি সময় নয়। তবু আমি মনে করি, আমরা পেরেছি, আমরা পারছি। সাপ্তাহিক পত্রিকার পাঠক নেই কথাটা সত্যি নয়। পাঠক না থাকলে এই সময় এক বছর টিকে থাকল কীভাবে? আমরা মনে করি সাপ্তাহিকের পাঠক এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা হয়ত পাঠকদের চাহিদা সেভাবে পূরণ করতে পারছি না, কিন্তু আমাদের চেষ্টাটা আছে। আমাদের সম্পাদক আরিফুর রহমান তার মেধা দিয়ে পত্রিকাটিকে ভালো করার চেষ্টা করছেন। তার নেতৃত্বে পাঠকদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব।’



 





সহকারী সম্পাদক জাহেদ সরওয়ার বলেন, ‘দেখতে দেখতেই একবছর পূর্ণ হলো এই সময়ের। এতেই প্রমাণিত হয় আমরা কিছু একটা করার চেষ্টা করেছি। স্বভাবতই প্রত্যেক কাজে সফলতা-ব্যর্থতা থাকবেই। ভাল কিছু দেয়ার জন্য সম্পাদকের যে পরামর্শ সেটাই ছিল আমাদের পাথেয়। এই বর্ষপূর্তি আরো বেশি ভাল করার চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে আমাদের।’



 





এই সময়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীরা।



 





অনুষ্ঠানের শেষে কেক কেটে এই সময়ের দ্বিতীয় বর্ষ পদাপর্ণের উৎসব উদযাপন করা হয়।



ঢাকাটাইমস/৩১ডিসেম্বর