logo ০৬ মে ২০২৫
সরকার প্রেস ক্লাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জানুয়ারি, ২০১৫ ১৫:৫২:৩০
image

ঢাকা: সরকার জাতীয় প্রেস ক্লাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।


তিনি বলেন, প্রেস ক্লাব কোন রাজনৈতিক দলের কার্যালয় নয়। এখানে সকল দলের রাজনৈতিক নেতারা আসতে পারেন।


মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্চে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


তিনি অভিযোগ করে বলেন, সরকার সমর্থক সাংবাদিকরা প্রেস ক্লাবের পরিবেশ নষ্ট করছে। তারা সরকারের পক্ষে মিছিল-স্লোগান দিয়ে প্রেস ক্লাবের ঐক্য নস্যাতের চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি তাদেরকে এ ধরণের কার্যকলাপ থেকে বিরত থাকতে আহ্বান জানান।



সম্মিলিত পেশাজীবীর পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, যদি দেশে গণতন্ত্র না থাকে তাহলে মিডিয়ার স্বাধীনতা থাকবে না। আলোচনার মাধ্যমে দেশের দুইটি প্রধান রাজনৈতিক দলকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।


তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলা মামলা শুভকর নয়। একুশের টিভির চেয়ারম্যানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে আব্দুস সালাম, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকেদের মুক্তির দাবি জানান রুহুল আমিন গাজী।



সম্মিলিত পেশাজীবীর পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, যদি দেশে গণতন্ত্র না থাকে তাহলে মিডিয়ার স্বাধীনতা থাকবে না। আলোচনার মাধ্যমে দেশের দুই প্রধান রাজনৈতিক দলকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।


তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলা-মামলা শুভকর নয়। একুশের টিভির চেয়ারম্যানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, আব্দুস সালাম, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

(ঢাকাটাইমস/ ৬জানুয়ারি/ এমএম/এইচএফ/ ইরা/ জেডএ.)