পর্নোগ্রাফি মামলায় ইটিভি চেয়ারম্যান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জানুয়ারি, ২০১৫ ০৮:৫৪:৪৫

ঢাকা: ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। আবদুস সালামকে এখন গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।
গত বছরের ২৬ নভেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি (নম্বর ১৪) দায়ের করেন কানিজ ফাতেমা নামের এক মহিলা।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মামলাতেই আব্দুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে ইটিভি কার্যালয়ের নিচ থেকে সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুসন্ধানী অনুষ্ঠান ‘একুশের চোখ’ – এ এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে প্রতিবেদন প্রচার করা হয়।
ইটিভির চিফ ফ্যাসিলিটিস কো-অর্ডিনেটর সাঈদ মুন্না বলেন, চেয়ারম্যান আবদুস সালাম রাত সাড়ে তিনটার সময় অফিস থেকে বের হলে ইটিভি কার্যালয়ের সামনে থেকে ডিবি পরিচয়ে কয়েকজন তাকে ধরে নিয়ে গেছে।
তিনি বলেন, আমরা ধারণা করছি, ইটিভিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য প্রচার করায় আবদুস সালামকে আটক করা হয়েছে।
(ঢাকাটাইমস/ ৬জানুয়ারি/ জেডএ/এমএম)