logo ০৬ মে ২০২৫
তথ্য অধিকার আইনের ভিডিও ম্যানুয়াল
১৩ জানুয়ারি, ২০১৫ ২২:৪৬:০৪
image

ঢাকা: বাংলাদেশ সরকার ২০০৯ সালে জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইন পাস করে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নাগরিকদের জন্য এই আইনটি সঠিকভাবে জানা ও ব্যবহারের জন্য প্রচারণা চালাচ্ছে ডিনেট। এই প্রেক্ষিতে ডিনেটের তথ্যকল্যাণী সামাজিক উদ্যোক্তা কর্মসূচি তৈরি করেছে “তথ্য অধিকার আইন, ২০০৯- একটি স্বশিক্ষণ ভিডিও ম্যানুয়াল”, যা সাধারণ মানুষের  ব্যবহারের  জন্য একটি স্বশিক্ষণ ভিডিও।


১৩ জানুয়ারি তথ্য কমিশন মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন, ২০০৯ এর স্বশিক্ষন ভিডিও ম্যানুয়াল’ এর মোড়ক উন্মোচিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানের উদ্বোধনও করেন তিনি।


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য সচিব মরতুজা আহমদ, তথ্য কমিশনার  নেপাল চন্দ্র সরকার, তথ্য কমিশনার অধ্যাপিকা ড. খুরশিদা বেগম সাঈদ, মন্ত্রিপরিষদ বিভাগ ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম,  তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম।


অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন তথ্য কমিশনের সচিব মো. ফরহাদ হোসেন। পরে ভিডিও ম্যানুয়ালটির মোড়ক উন্মোচন করা হয়।


শাহিন আনাম ডিনেটকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি এমন একটি ভিডিও যা সরকার এবং জনসাধারণ সবার কাজে লাগবে।


মো. নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সব দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে এই ভিডিওটি পৌঁছে দেয়া হবে।’


তথ্য সচিব মরতুজা আহমদ ভিডিও ম্যানুয়ালটি তৈরির প্রচেষ্টা ও তথ্যকল্যাণী কার্যক্রমের জন্য ডিনেটকে সাধুবাদ জানান। তিনি বলেন ‘তথ্যকল্যাণী একদিন সারাদেশে ছড়িয়ে যাবে, তথ্যকল্যাণীরা হবেন দেশের প্রতিটি মানুষের আলোক বর্তিকা’। তথ্য মন্ত্রনালয়ের অধিনস্থ প্রেস ইনস্টিটিঊট অফ বাংলাদেশ (পি আই বি) ও ন্যাশনাল ইনস্টিটিঊট অফ মাস কমিউনিকেশন(নিমকো)র বিভিন্ন কোর্সের পাঠ্যসূচীতে এই ভিডিওটি অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। তিনি আরও জানান, তথ্যমন্ত্রনালয়ের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় এই ভিডিওটি প্রচারের ব্যবস্থা করা হবে।


প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক বলেন, ‘এই ভিডিওটির মাধ্যমে ডিনেট এবং তথ্যকমিশন যৌথ ভাবে বাংলাদেশে তথ্য অধিকার আইন বাস্তবায়নে কাজ করবে।’ তিনি এই ভিডিওটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ারও অঙ্গীকার করেন।


সভাপতির বক্তব্যের ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান এই ভিডিওটি তৈরিতে মানুষের জন্য ফাউন্ডেশন এবং তথ্য কমিশনের সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সারাদেশে ভিডিওটি ছড়িয়ে দেয়ার পাশাপাশি তথ্য কমিশনের ওয়েবসাইটে ভিডিওটি তুলে দেয়ার কথাও বলেন তিনি।


(ঢাকাটাইমস/ ১৩ জানুয়ারি/ বিজ্ঞপ্তি/ঘ.)