logo ০৬ মে ২০২৫
শুভ জন্মদিন অজয় দাশগুপ্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জানুয়ারি, ২০১৫ ২৩:০৯:১৫
image

ঢাকা: আজ ১০ জানুয়ারি অজয় দাশগুপ্তের জন্মদিন। প্রবাসী সাংবাদিক ছড়াকার ও কলাম লেখক অজয় দাশগুপ্ত এবার ৫৬ তে পা রাখলেন।


দীর্ঘ প্রবাস জীবনের পরও দেশের বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমে নিয়মিত লিখে চলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদপত্র ও ওয়েব মিডিয়ায় নিয়মিত লেখেন। সমসাময়িক বিষয়ে তার যৌক্তিক ও মননধর্মী বিশ্লেষণে ইতোমধ্যেই তার নিজস্ব পাঠক ভূবন গড়ে উঠেছে। দীর্ঘকাল সিডনি প্রবাসী এই লেখক দেশের যে কোন সংকট সমস্যা বা আশা ভরসায় সব সময় চলমান। সামাজিক নেটওয়ার্কেও তার সরব পদচারণা। অজস্র কবিতা ও হৃদয়স্পর্শী ছড়ায় পাঠকের মন জয় করে চলেছেন নিয়মিত। অজয় দাশগুপ্ত আদর্শ ও আস্থার চরম সংকটকালে প্রবাসে থেকেও তার মেধা ও লেখনীতে সাম্প্রদায়িকতা চাটুকারিতা আর স্ববিরোধীদের ব্যাপারে সজাগ। তিনি অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়ের নিয়মিত লেখক।


চট্টগ্রামের কৃতি সন্তান অজয় দাশগুপ্ত  স্ত্রী ও এক ছেলে নিয়ে বর্তমানে সিডনিতে থাকছেন। জন্মদিনে ঘরোয়া আয়োজনেই ব্যস্ত সময় কাটাচ্ছেন এবার। ৫৬তম জন্মদিন উপলক্ষে ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় পরিবারের পক্ষ থেকে গুণী এই লেখককে জানাই প্রাণঢালা অভিনন্দন।


(ঢাকাটাইমস/ ১০জানুয়ারি/ জেডএ.)