ঢাকা: ধর্ষণ ও তথ্য প্রযুক্তি আইনের একটি মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত।
পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সাবরীনা আলী এই আদেশ দেন। তবে একই সঙ্গে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
ক্যান্টনমেন্ট থানায় জনৈকা কানিজ ফাতেমার দায়ের করা ওই মামলায় ওই থানার এসআই মো. শাখাওয়াত হোসেন এই রিমান্ড আবেদন করেন। মামলাটিতে বাদিনীর সাবেক স্বামী শাহ জালালই একমাত্র এজাহারনামীয় আসামি।
মামলার অভিযোগে বলা হয়, আসামি শাহ জালালের সঙ্গে বাদিনীর ১৯৯৯ সালের ২৯ নভেম্বর বিয়ে হয়। আসামি বিয়ের চার বছর পর ইতালি যায়। সেখান থেকে ৪ বছর আগে ফিরে এসে বাদিনীর পরিবারের কাছে একটি ফ্ল্যাট ও ফ্লোর লিখে দিতে বলে। বাদিনীর পরিবার বাধ্য হয়ে তা লিখে দেয়। কিন্তু এরপরও বাদিনীর ওপর আসামি শাহ জালাল নির্যাতন করতে থাকলে তাকে তালাক প্রদান করে। তালাকের পর আসামি গত ২০ সেপ্টেম্বর বাদিনীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকার বাসায় এসে আসামি শাহ জালাল তাকে ধর্ষণ করে। পরে গত ৪ অক্টোবর বাদিনীর অশ্লীল ছবি ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় পোস্টারিং করে। গত ৬ নভেম্বর বাদিনীর ওই সকল বিষয় একুশে টেলিভিশনে প্রচার করে।
উল্লেখ্য, একই বাদির দায়ের করা পর্নোগ্রাফি আইনের একটি মামলায় গত ৫ জানুয়ারি ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় ৬ জানুয়ারি ৭ দিনের রিমান্ড আবেদন করলে তাও নামঞ্জুর করে আদালত।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহের একটি মামলায় এ আসামির গত ১১ জানুয়ারি ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এখানো ওই মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়নি।
(ঢাকাটাইমস/ ১৩জানুয়ারি/ আরজে/ জেডএ.)