সাংবাদিক মানিক সাহার মৃত্যুবার্ষিকী
খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ জানুয়ারি, ২০১৫ ০৯:৪৫:৪২
খুলনা: চরমপন্থীদের বোমা হামলায় নিহত খুলনার সাংবাদিক মানিক সাহার ১১তম মৃত্যু বার্ষিকী আজ (বৃহস্পতিবার)।
হত্যাকাণ্ডের পর ১১ বছর পার হলেও শেষ হয়নি মামলার বিচার। ইতোমধ্যে মানিক সাহা হত্যা মামলার শীর্ষ তিন আসামি ক্রসফায়ারে নিহত হয়েছে। জেলা হাজতে এবং পলাতক রয়েছে কয়েকজন।
এদিকে দীর্ঘ সময়ে হত্যার বিচার সম্পন্ন না হওয়ায় বিচারের আশা প্রায় ছেড়েই দিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহাকে ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে চরমপন্থী নামধারী সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়ে হত্যা করে।
খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মানিক সাহা মৃত্যুর আগে বিবিসি, দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন এবং নিউএজ পত্রিকায় কর্মরত ছিলেন।
সূত্রানুযায়ী, খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত আওয়ামী লীগের মহানগর ও জেলা কমিটির সম্মেলন থেকে প্রেসক্লাবে আসেন একজনের সাথে দেখা করতে। কথা শেষ করে তিনি রিকশা যোগে আহসান আহমেদ রোডের বাড়িতে যাবার সময় প্রেসক্লাবের অদূরে চরমপন্থীদের বোমা হামলায় তিনি নিহত হন।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/এলএ)