logo ০৬ মে ২০২৫
সিলেট অনলাইন প্রেসক্লাব কমিটি গঠন
সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ জানুয়ারি, ২০১৫ ২২:৪১:১৩
image

সিলেট:দৈনিক সিলেট ডটকম’র সম্পাদক মুহিত চৌধুরীকে সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদকে সাধারণ সম্পাদক করে সিলেট অনলাইনে প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।


শুক্রবার সন্ধায় সিলেট অনলাইনে প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাবের এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল (সম্পাদক-সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম), সহ-সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার (সিলেট প্রতিনিধি-ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম), কোষাধক্ষ্য মেহেদী কাবুল (সম্পাদক- সিলেটের সময় ডটকম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে.এ রহিম সাবলু (সম্পাদক-ডেইলী সিলেট ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমদ (সম্পাদক-চাইল্ড নিউজ টোয়েন্টিফোর ডটকম), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রণব কান্তি দে (নির্বাহী সম্পাদক-সিলেটের সময় ডটকম), সদস্য আব্দুল মুহিত দিদার (ব্যাবস্থাপনা সম্পাদক-সিলেট এক্সপ্রেস ডটকম), মারুফ হাসান (নির্বাহী সম্পাদক-ডেইলী সিলেট ডটকম), শিব্বির আহমদ ওসমানী (সম্পাদক-ডেইলী আমার বাংলা ডটকম)।


(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এআর/ঘ.)