প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানা
ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ জানুয়ারি, ২০১৫ ১৩:০৭:৫৯

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগের একটি মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও এক আলোকচিত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে ঝালকাঠির একটি আদালত। এই মামলায় তিন দফা তলবেও হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।
জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান বুধবার এ আদেশ দেন।
মতিউর রহমানের সঙ্গে এ মামলার অন্য আসামি হলেন আলোকচিত্রী মজিদ খান।
আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন রেখেছে আদালত। তার মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে অতিরিক্ত পিপি এম আলম খান কামাল জানিয়েছেন।
মো. গণি আমিন বাকলাই নামের এক আইনজীবী গত ৯ অক্টোবর কয়েকটি প্রতিবেদনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মতিউর রহমান ও মজিদ খানের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলা আমলে নিয়ে আসামিদের ১৬ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। ওই দিন হাজির না হওয়ায় পরে দুই দফায় ১১ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি হাজির হতে বললেও আসামিরা আদালতে যাননি বলে অতিরিক্ত পিপি কামাল জানিয়েছেন।
এরপর বিচারক বুধবার আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দেন বলে সরকারি এই কৌসুলি জানান।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এএম)