ঢাকা: বিশিষ্ট চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম স্মরণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেছেন, চাষী নজরুল ইসলাম জনগণের বন্ধু হিসাবে মানুষের পাশে সব সময় ছিলেন। তিনি দেশে সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে নতুন নির্বাচনের দাবি করে গেছেন। সুতরাং মানুষ বয়সে নয়, তার কর্মে বেঁচে থাকে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
‘বিশিষ্ট চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের স্মরণে নাগরিক সভায় শওকত মাহমুদ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে প্রথম বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম। তিনি কালজয়ী চলচ্চিত্রকার ছিলেন। তার এ অসামান্য অবদানের জন্য জাতি তাকে চিরকাল স্মরন করবে।
চাষী নজরুল ইসলাম ধর্মের নামে ফরিয়াবাদের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন বলে জানান শওকত মাহমুদ।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্যে রাখেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. এ কে এম আজিজুল হক, জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।
(ঢাকাটাইমস/ ২০ জানুয়ারি/ কেএস/এআর )