সাবেক এমপি মোতাহারের মৃত্যুতে ডিআরইউর শোক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জানুয়ারি, ২০১৫ ২০:৩৩:২২
ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ)সদস্য ও দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মামুন স্ট্যালিনের পিতা সাবেক সংসদ সদস্য চৌধুরী মোতাহার হোসেন মারা গেছেন।
আজ মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর ডেলটা হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ষদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার রাণী নগর থানার করজ গ্রামে। স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যন তিনি। নামাজে জানাজা শেষে আজ বাদ মাগরিব মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে মামুন স্ট্যালিনের পিতা চৌধুরী মোতাহার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এইচআর/টিএ)