ছয় মাসের মধ্যে সম্প্রচার আইন: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জানুয়ারি, ২০১৫ ২০:৩১:২৬

ঢাকা: ছয় মাসের মধ্যে সরকার জাতীয় সম্প্রচার আইন করে সম্প্রচার কমিশন গঠন করবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর এক সম্পূরক প্রশ্নে মন্ত্রী তিনি বলেন, গেজেট আকারে প্রকাশিত জাতীয় সম্প্রচার নীতিমালার আলোকে ‘সবার মতামতের ভিত্তিতে’ সম্প্রচার আইন করতে মাস ছয়েক সময় লাগবে। আমি আশ্বস্ত করছি, আগামী ছয় মাসের মধ্যে জাতীয় সম্প্রচার আইন ও সম্প্রচার কমিশন গঠিত হবে।’
সশস্ত্র বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয় অথবা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায়- এমন বিষয় প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে গত আগস্টে টেলিভিশন ও রেডিওর জন্য সম্প্রচার নীতিমালা অনুমোদন করে সরকার।
ওই নীতিমালার গেজেট প্রকাশের পরও তথ্যমন্ত্রী বলেছিলেন, সংসদীয় কমিটির যাচাই-বাছাইসহ পুরো প্রক্রিয়া শেষে কমিশন গঠন করতে পাঁচ মাসের বেশি সময় লাগবে না।
বিএনপি ও সাংবাদিকদের একটি অংশ সে সময় এ নীতিমালার সমালোচনায় বলেছিল, গণমাধ্যমকে ‘খাঁচায়’ বন্দি করতে সরকারের এ উদ্যোগ।
তথ্যমন্ত্রী সংসদে বলেন, ‘বিশ্বে গণমাধ্যমকেও আইনের ভিত্তিতে পরিচালিত হতে হয়। সম্প্রচারে গণমাধ্যমেরও দায়বদ্ধতা রয়েছে। আইন প্রণয়ন ও কমিশন গঠনের মধ্য দিয়ে সবার অধিকার নিশ্চিত হবে।’ আইন করতে ইতোমধ্যে একটি কমিটি করা হয়েছে বলে জানান ইনু।
শওকত চৌধুরীর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার আইন হলে টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানের বিষয়বস্তুর ‘মানদণ্ড’ নির্ধারণ করা হবে এবং বিজ্ঞাপন প্রচারের সময়সীমা ঠিক করে দেওয়া হবে।
সম্প্রচার নীতিমালা অনুযায়ী, আইন প্রণয়নের পর স্বাধীন সম্প্রচার কমিশন গঠিত হলে সেই কমিশনই সম্প্রচার মাধ্যমের লাইসেন্স প্রদান, লাইসেন্স ফি নির্ধারণ, সম্প্রচার কার্যক্রম তদারকি করবে। ওই কমিশনে সাংবাদিকরাও থাকবেন।
দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সংখ্যা ৪১, যদিও এর সবগুলো এখনো সম্প্রচারে আসেনি। এছাড়া তিনটি টেলিভিশন চ্যানেল চলছে সরকারি ব্যবস্থাপনায়।
২০১০ সালে দেশে প্রথম কমিউনিটি রেডিওর যাত্রা শুরুর পর এখন ১৪টি রেডিও সম্প্রচারে রয়েছে। এছাড়া অনুমোদিত এফএম রেডিও আছে চারটি।
ভারতে বাংলাদেশি টিভির সম্প্রচার
প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলো না দেখানোর অভিযোগ নিয়েও সংসদে আলোচনা হয় মঙ্গলবার।
জাতীয় পার্টির প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ অভিযোগ ‘পুরোপুরি’ সঠিক নয়। সেখানে কয়েকটি চ্যানেল দেখানো হয়। বিদেশি চ্যানেল প্রদর্শনে ভারতে কোনো বিধিনিষেধ নেই। তবে স্থানীয় কেবল অপারেটরদের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের ব্যবসায়িক দিকটি খাপ না খাওয়ায় কিছুটা জটিলতা রয়েছে।’
ভারতের তথ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ইনু বলেন, ‘কিছুদিনের ভেতরে পরিস্থিতির উন্নতি হবে আশা করি। আশা করি সহজ উপায়ে সেখানে বাংলাদেশের চ্যানেল দেখানোর বিষয়টি সম্ভব হবে।’
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এইচআর/এমআর)