ঢাকা: মার্কিন সংবাদ সংস্থা এনবিসি নিউজ এজেন্সি’র উপস্থাপক ব্রায়ান উইলিয়ামস সাময়িক সময়ের জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগের ঘোষণা দেয়ার একদিন আগে তিনি ভুল তথ্য পরিবেশনের জন্য ক্ষমা চেয়েছিলেন।
উল্লেখ্য, উইলিয়াম দাবি করেছিলেন ইরাকে তার হেলিকপ্টার হামলার শিকার হয়েছিলো।
অন্যতম জনপ্রিয় মার্কিন এই উপস্থাপক পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, ‘এটা খুব বেদনাদায়ক। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত।’
এক বিবৃতিতে তিনি বলেন, কিছুদিন তিনি উপস্থাপনা থেকে বিরত থাকবেন। এসময়ের মধ্যে তার বিরুদ্ধে অনুসন্ধান করা হবে।
আশা প্রকাশ করে উইলিয়ামস বলেন, ‘সততা এবং নিষ্ঠার মধ্যে দিয়ে ফিরে আসবো এবং ক্যারিয়ার আরও দীর্ঘায়িত হবে।’
উইলিয়ামস অনিচ্ছাকৃত ভুল তথ্য পরিবেশনের জন্যে অনবরত দু:খপ্রকাশ করলেওবিতর্ক তার পিছু ছাড়েনি।
(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/টিআর/জেএস)