logo ০৬ মে ২০২৫
প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে আ.লীগ নেতার মামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
০৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৮:৫০:৫৮
image

নারায়ণগঞ্জ: প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খোকন সাহা।


বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেষ্ঠ্য বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বিকেলে দেয়া আদেশে আদালত আগামী ৯ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।


মামলার বাদী মহানগর অ্যাডভোকেট খোকন সাহা সাংবাদিকদের বলেন, গত ৩ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় “আওয়ামী লীগ নেতারা চাইলেন বিএনপি নেতার জামিন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই নিউজের শেষাংশে আমাকে ও অ্যাডভোকেট আনিছুর রহমান দিপুর উদ্ধৃতি দিয়ে বক্তব্য ছাপা হয়েছে। কিন্তু প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধির সঙ্গে গত এক বছরে আমার ও দিপুর কোনো কথা হয়নি, কোথাও দেখাও হয়নি। এই মিথ্যা বক্তব্য প্রকাশের মাধ্যমে আমাদের মানহানি করা হয়েছে।


তবে মামলার আবেদনে সংশ্লিষ্ট প্রতিবেদনের মূল বিষয়ের কোনো প্রতিবাদ করেননি বাদী।


(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)