সাংবাদিকতা পেশাতেই থাকবো, দেশে ফিরে গ্রেস্ট
ঢাকাটাইমস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৯:২৮:৪৪

ব্রিসবেন (অস্ট্রেলিয়া): মুক্তি পাওয়া আল জাজিরার সাংবাদিক পিটার গ্রেস্ট নিজ পেশায় থেকে যাওয়ার পরিকল্পনা করেছেন। মিশরে কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে বৃহস্পতিবার তিনি একথা বলেন।
তিনি জানান, কারাগারে চারশ দিন তিনি বেশ সম্মানের সঙ্গেই ছিলেন। একইসঙ্গে তিনি বৈদেশিক সংবাদদাতা হিসেবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
গ্রেস্টকে বহনকারী বিমান স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ব্রিসবেনে পৌঁছায়। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে তিনি বাবা-মা, ভাই ও অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হন।
রোববার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এ প্রথম সংবাদ সম্মেলনে পুরস্কার পাওয়া এ সাংবাদিক বলেন, কায়রো থেকে মুক্তি পেয়ে তিনি খুব উচ্ছ্বাস নিয়ে দেশে ফিরেছেন।
প্রসঙ্গত, মিশরে কালো তালিকাভুক্ত মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতার অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেস্ট বলেন, কারাগারে তিনি মানসিক ও শারীরিকভাবে খুব কঠিন সময় পার করেছেন। কিন্তু আল জাজিরার অন্য দুই সাংবাদিক ও তার সঙ্গে যথেষ্ট সম্মানসূচক আচরণ করা হয়েছে।
গ্রেস্ট বলেন, আমরা নির্যাতিত হইনি। আমাদের প্রয়োজনীয় সবকিছুই দেয়া হয়েছে। কিন্তু সবকিছুর পরে বলতে হয়, এটি ছিল কারাগার।
এদিকে মিশরীয় কর্তৃপক্ষ গ্রেস্টকে মুক্তি দেয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট সেদেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে সজ্জন বন্ধু হিসেবে বর্ণনা করেন এবং তাকে ধন্যবাদ জানান।
গ্রেস্ট ও তার সহকর্মীদের গ্রেফতার করায় কায়রোর সঙ্গে কাতারের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। কারণ আল জাজিরা কাতারভিত্তিক টিভি চ্যানেল। টিভি চ্যানেলটি মুসলিম ব্রাদারহুডের ওপর মুরসির দমনপীড়নের তীব্র সমালোচনা করেছিল।
মিশরীয় কর্তৃপক্ষ গ্রেস্টকে ছেড়ে দিলেও তার অন্য দুই সহকর্মী এখনও কারাগারে।
সংবাদ সম্মেলনে গ্রেস্ট বলেন, তিনি কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছেন। তবু সাংবাদিকতা পেশাতেই থেকে যেতে চান।
তিনি বলেন, আমি এ পেশা ছাড়তে চাই না। এটিই আমার পেশা। আমি একজন সংবাদদাতা। এটিই আমার কাজ। -ওয়েবসাইট
(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/জেবি)