ঢাকা: দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার, ডিইউজে আমার দেশ ইউনিটের প্রধান ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক বাছির জামালের বাবা মো. আবদুস সাত্তার বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় সিলেটের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ...রাজেউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মওলানা আব্দুল কাদের সালেহ ও ওবায়দুল কবির নকীব লন্ডনে থাকেন।
আবদুস সাত্তারকে নিজ গ্রাম হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া বেঙ্গাডোবায় আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোকবার্তায় সাংবাদিক বাছির জামালের বাবার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তার মৃত্যুতে আমার দেশ পরিবার শোকাভিভূত।
(ঢাকাটাইমস/ ৫ ফেব্রুয়ারি/ এইচএফ/ঘ.)