logo ০৬ মে ২০২৫
সাগর-রুনি হত্যার তিন বছর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ ফেব্রুয়ারি, ২০১৫ ১৯:০৬:০১
image

ঢাকা: তিন বছরেও রহস্য উদঘাটন হয়নি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার। আগামীকাল বুধবার এ হত্যাকাণ্ডের তিন বছর পার হচ্ছে। এ দিন মানববন্ধন কর্মসূচি পালন করবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। 


আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, এই নিষ্ঠুর হত্যার বিচার দাবিতে ডিআরইউ’র নেতৃত্বে গোটা সাংবাদিক সমাজ সোচ্চার রয়েছেন। আগামী বুধবার দুপুর ১২টায় ডিআরইউ চত্বরে মানববন্ধন হবে। এ কর্মসূচিতে সাগর-রুনি পরিবারের সদস্য ও গণমাধ্যমের সংশ্লিষ্টরা অংশ নেবেন।


২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। সাগর সারওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং তার স্ত্রী মেহেরুন রুনি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ছিলেন।


(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এইচআর/জেবি)