logo ০৬ মে ২০২৫
গণমাধ্যমের স্বাধীনতা সূচকে পেছালো বাংলাদেশ
ঢাকাটাইমস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি, ২০১৫ ১৭:৫৯:৪৭
image

প্যারিস: গণমাধ্যমের স্বাধীনতায় আরো পিছিয়েছে বাংলাদেশ। ২০১৫ সালের ইনডেক্সে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম। গত বছর এ অবস্থান ছিল ১৪৪ নম্বরে। অন্যদিকে প্রতিবেশী ভারত গতবারের চেয়ে চার ধাপ এগিয়ে স্থান পেয়েছে ১৩৫ নম্বরে।


 প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।


 প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রতিবেশী আফগানিস্তান, মিয়ানমার, নেপাল ও ভুটানের চেয়েও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ২০১৪ সালে বাংলাদেশে একজন সাংবাদিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ  করা হয়।


 মুক্ত গণমাধ্যমের দেশ হিসেবে এবারও তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড, নরওয়ে এবং ডেনমার্ক। আর সবচেয়ে খারাপ অবস্থান তুর্কমেনিস্তান, উত্তর কোরিয়া ও ইরিত্রিয়ার।


 সংস্থাটি জানিয়েছে, ২০১৪ সালে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীদের জন্য একটি খারাপ বছর গেছে। দুই-তৃতীয়াংশ দেশেই গণমাধ্যমের স্বাধীনতার অবনতি হয়েছে।  বিস্তারিত দেখতে ক্লিক করুন: http://index.rsf.org/#!/


(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/জেবি)