logo ০৬ মে ২০২৫
লালমনিরহাটে অজানা রোগে ৭ গরুর মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
১৩ ফেব্রুয়ারি, ২০১৫ ১৭:৩৯:১২
image

লালমনিরহাট: লালমনিরহাটে এক দিনের ব্যবধানে সাতটি গরু মারা গেছে। এর ফলে গরু পালকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।


বুধবার বিকাল পর্যন্ত হাতীবান্ধা উপজেলার পূর্ব ও মধ্য কাদমা গ্রামে সাতটি গরু মারা যাওয়ার খবর পাওয়া যায়।


পূর্ব কাদমা গ্রামের কৃষক হরেকৃষ্ণ বর্মণ বলেন, ‘প্রতিদিনের মতোই গোয়ালঘরে গরু বাঁধা ছিল। বৃহস্পতিবার সকালে একটি গরুর মুখ দিয়ে লালা ঝরতে দেখি এবং আস্তে আস্তে পেট ফুলে ওঠে। এমন অবস্থায় স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শে ওষুধপথ্য খাওয়ানো হয়। কিন্তু বিকাল হতে না হতেই গরুটি মারা যায়।’


বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ওই অজানা রোগে একই গ্রামের খোকারাম বর্মণের একটি, দেলজাহান বেওয়ার একটি, আরজু বেগমের একটি এবং অজিত কুমারের একটি গরু মারা যায়।


এর আগের দিন বুধবার বিকেলে মধ্য কাদমা গ্রামের জগবন্ধু নামের এক কৃষকের দুটি গরু একইভাবে মারা যায়। এর ফলে স্থানীয় কৃষকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।


হাতীবান্ধা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মকবুল হোসেন বলেন, ‘শুক্রবার সকালে আমাদের দুজন প্রতিনিধি ওই এলাকা পরিদর্শন করেছেন। এসব গরু বিকিউ (বাদলা) সংক্রমণে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই এলাকার আশপাশের গরুসহ গোটা ইউনিয়নে প্রতিষেধক টিকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)