logo ০৬ মে ২০২৫
সোমবার কুষ্টিয়ায় সমাহিত হবেন বাদশা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৯:৩৯:৪৬
image

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেস সচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আমিনুল হক বাদশাকে আগামীকাল কুষ্টিয়ায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ রবিবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা নূরে আলম সিদ্দিকীসহ বিপুল সংখ্যক লোক জানাজার নামাজে শরিক হন।


এ সময় মরহুমের ছোট ভাই খন্দকার রাশিদুল হক নবা সকলের কাছে মরহুমের বিদেহী আত্মার জন্য দোয় কামনা করে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন।


আজ রাতে মরহুমের লাশ ঢাকার বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে এবং আগামীকাল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে নেয়া হবে। পরে কুষ্টিয়ার জেলা শহরের ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


আজ দুপুরে বিমান বন্দর থেকে মরহুমের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হলে সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এমপি, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আনিসুজ্জামান, অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমির-উল-ইসলাম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুসসহ মরহুমের প্রতি বিপুলসংখ্যক মানুষ মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।


এর আগে আজ দুপুর ১২টায় বাংলাদেশ বিমানযোগে মরহুমের লাশ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে ইমরান আহমদ এমপিসহ মরহুমের পরিবারের সদস্যরা তা গ্রহণ করেন।


কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তী সময়ে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক খন্দকার আমিনুল হক গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬ টায় লন্ডনের একটি নার্সিং হোমে ইন্তেকাল করেন।


(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/জেবি)