logo ০৬ মে ২০২৫
আমিনুল হক বাদশার মরদেহ ঢাকায় আসছে কাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১৭:৫৯:৫০
image

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক প্রথম প্রেস সচিব আমিনুল হক বাদশার মরদেহ আগামীকাল রবিবার ঢাকায় এসে পৌঁছবে।


লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১২টায় তার মরদেহ হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে এসে পৌঁছার কথা।


আমিনুল হক বাদশার মরদেহ তার ছোট ভাই খন্দকার রশিদুল হক নবা, সরকারি কর্মকর্তা, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, তার দীর্ঘদিনের সহকর্মীরা গ্রহণ করবেন।


আগামীকাল রবিবার দুপুর ১২টায় বাদশার লাশ গ্রহণ করার পর শহীদ মিনারে নেয়া হবে। লাশ দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত শহীদ মিনারে রাখা হবে। সেখানে সর্বস্তরের জনগণ তাকে শ্রদ্ধা জানাবেন।


শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নামাজে জানাজার জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেয়া হবে। সেখানে বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে।


আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার আমিনুল হক বাদশার লাশ জাতীয় প্রেসক্লাবে নেয়া হবে। সার্বক্ষণিক সাংবাদিক হিসেবে তিনি জাতীয় প্রেসক্লাবে দীর্ঘসময় কাটিয়েছেন। তার লাশ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে রাখা হবে।


এদিন বিকেলে মরহুম আমিনুল হক বাদশাকে কুষ্টিয়া শহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


মরহুম আমিনুল হক বাদশা গত ১০ ফেব্রুয়ারি লন্ডনে ইন্তেকাল করেন। তার নামাজে জানাজা ও নাগরিক শোকসভা ১৩ ফেব্রুয়রি লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে দুপুর একটা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। মরহুম বাদশার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিশিষ্ট লেখক আবদুল গাফফার চৌধুরী কর্মসূচি সমন্বয় করছেন।


মৃত্যুকালে বাদশা স্ত্রী, এক পুত্র, এক কন্যা, ৫ ভাই, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মরহুম আমিনুল হক বাদশা বিশিষ্ট আইনজীবী মরহুম খন্দকার লুৎফল হক এবং রত্নগর্ভা মাতা মরহুমা সকিনা খাতুনের পুত্র।


ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/জেবি)