logo ০৬ মে ২০২৫
টিভি দর্শক ফোরামের সেরা সাংবাদিক মনোনয়ন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১৯:৪২:২৩
image

ঢাকা: বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম ২০১৪ সালের ইলেক্ট্রনিক মিডিয়ায় সেরা সাংবাদিক হিসেবে ঢাকা ও ঢাকার বাইরে ছয়জনকে মনোনয়ন প্রদান করেছে।


মনোনয়নপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, শরিয়তপুর প্রতিনিধি, (মাদ্রাসায় শিশুদের শিকল দিয়ে বেঁধে শাস্তি, এটিএন নিউজ), এম সাঈদ খান (ট্যাক্সি ক্যাবের ভাড়া সংক্রান্ত, বৈশাখী টিভি), রাশেদ নিজাম, (টিসিবির ভেতরে ভেজাল মেয়াদ উত্তীর্ণ চিনি তেল (২ পর্বে) চ্যানেল২৪), খান মোহাম্মদ রুমেল (দেশে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি, সময় সংবাদ), জাহাঙ্গীর আলম বাদল (তিস্তা সেচ প্রকল্প, রংপুর প্রতিনিধি, আরটিভি) এবং হাসান মিসবা, (স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট, একুশে টিভি)।


বিচারকদের রায়ে ঢাকায় তিন এবং ঢাকার বাইরে দুজন নির্বাচিত সেরা সাংবাদিককে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট, মানপত্র এবং উপহার তুলে দেয় হবে।


বিচারক প্যানেলে রয়েছেন, সাখাওয়াত হোসেন বাদশা (সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি), নঈম নিজাম (সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন), রেজানুর রহমান, (সম্পাদক, আনন্দ আলো), রহমান মুস্তাফিজ, (চিফ নিউজ এডিটর, মোহনা টিভি) এবং আরেফিন ফয়সল, (এসাইনমেন্ট এডিটর, চ্যানেল আই)।


এছাড়া চূড়ান্তভাবে ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার খবরাখবর প্রচারের জন্য সেরা স্পোর্টস রিপোর্টার হিসেবে ফাহিম রহমানকে (ফুটবল ফিস্তা, একাত্তর টিভি) ফোরামের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করতে যাচ্ছে।


সারাদেশে ক্যাবল অপারেটরদের মধ্যে ২০১৪ সালের সেরা ক্যাবল অপারেটর হিসেবে কামরুল আলম শামীম (চিটাগাং মাল্টি চ্যানেল লি:, চট্টগ্রাম) এবং মাহমুদুন নবী পলাশ (পিএনএম ক্যাবল, দিনাজপুর) কে ফোরামের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।


(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/জেবি)