logo ২৪ মে ২০২৫
মানবকণ্ঠে যোগ দিলেন পীর হাবিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ২২:১৬:০৫
image

ঢাকা: সাংবাদিক পীর হাবিবুর রহমান দৈনিক মানবকণ্ঠের উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। ইতোমধ্যে পত্রিকাটির সংবাদকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেয়া হয়েছে তাকে। পীর হাবিবের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর সিদ্দিক।

পীর হাবিবুর রহমানকে ১ ফেব্রুয়ারি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

১৯৯২ সালে বাংলাবাজার পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু পীর হাবিবুর রহমানের। এরপর দৈনিক যুগান্তর, আমাদের সময়, আমাদের অর্থনীতি হয়ে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।


(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/জেবি)