logo ২৫ মে ২০২৫
সাংবাদিক শোয়েব চৌধুরীর ৪ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:১৮:০১
image


ঢাকা: সাপ্তাহিক ব্লিটজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর ৪ বছর কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে আদালত।

প্রতারণার একটি মামলায় বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম এ রায় ঘোষণা করেন। আদালত একই সঙ্গে এ আসামির ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে তার আরও ৬ মাসের কারাদ-ের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে মামলাটির অপর আসামি শোয়েব চৌধুরীর স্ত্রী শাহনাজ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারী সংস্থা বাংলাদেশ সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ২০১২ সালের অক্টোবরে শোয়েব চৌধুরী ও তার স্ত্রী শাহনাজ চৌধুরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদি সাজ্জাদ হোসেন ও আসামিরা পরস্পর বন্ধু ছিলেন। শোয়েব চৌধুরীর স্ত্রী শাহনাজ চৌধুরীর সাথে বাদি ‘শাইন ট্রেড’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। চুক্তি অনুযায়ী বাদি ও শাহনাজ চৌধুরীর ৭০ লাখ টাকা করে বিনিয়োগ করার কথা। সে মোতাবেক বাদি তাদের যৌথ এ্যাকাউন্টে ৭০ লাখ টাকা জমা করেন। কিন্তু শাহনাজ চৌধুরী কোন টাকা জমা দেননি। শোয়েব চৌধুরী টাকা জমা হওয়ার কথা জানতে পেরে তার স্ত্রীর যোগসাজসে ২০১২ সালে ১২ মে ৯ লাখ ও ১৩ মে ৬০ লাখ টাকা পে অর্ডারের মাধ্যমে উত্তোলন করে তার অ্যাকাউন্টে জমা করে টাকা আত্মসাত করেন।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ৯ জানুয়ারিতে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় সালাউদ্দিন শোয়েব চৌধুরীর ৭ বছর কারাদ-ের নির্দেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/আরজেডএমএম)