logo ১৭ আগস্ট ২০২৫
বিবিসি বাংলা কার্যালয়ে আগুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৫ ১০:১৪:৪৫
image

ঢাকা: রাজধানীর গুলশানের একে টাওয়ারে বিবিসি বাংলা কার্যালয়ের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিশ মিনিটের মধ্যে এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।


‍ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টার থেকে পাঁচটি এবং বারিধারা থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


আগুনে বিবিসি বাংলার মিডিয়া অ্যাকশন রুমের কিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে বলে জানান তিনি।


এসি মেশিনের বিস্ফোরণ ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান সেখানে দায়িত্বরত নিরাপত্তা রক্ষীরা।


অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।


(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)


(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)