logo ০৫ মে ২০২৫
আরটিভিতে সিসিমপুরের নবম বর্ষপূর্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ফেব্রুয়ারি, ২০১৫ ২১:১১:০৩
image

ঢাকা: ‘চলছে গাড়ি সিসিমপুরের’ টাইটেল ট্র্যাক নিয়ে যাত্রা শুরু করা তুমুল জনপ্রিয় শিশুতোষ শিক্ষামূলক টিভি অনুষ্ঠান সিসিমপুরের গাড়ি পদার্পণ করেছে নবম বর্ষে।


তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সোমবার এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সিজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সিসিমপুর। জনপ্রিয় ক্যারেক্টার হালুম, টুকটুকি, ইকরি, শিকুর পাশাপাশি এই সিজনে নতুন মুখ হিসেবে দেখা যাবে এলমো, রায়া আর খেপুকে।


সোমবার বিকাল পাঁচটায় নবম বর্ষপূর্তির অনুষ্ঠানটি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। উদ্বোধনী অনুষ্ঠানটি আরটিভিতে সরাসরি সম্প্রচারিত হয় বিকাল ৫:৪০ মিনিট থেকে ৬:৪০ মিনিট পর্যন্ত।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম; ইউএসএআইডি বাংলাদেশ-এর মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুযেলস্কি এবং সিসেমি ওয়ার্কশপের ভাইস প্রেসিডেন্ট শারি রোজেনফেল্ড; আরটিভির ভাইস প্রেসিডেন্ট  মো. জসিম উদ্দীন, আরটিভির সিইও আশিক রহমান; সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব আনোয়ার হোসেন।


‘আট পেরিয়ে নয়, হেসে-খেলে শিখছি মোরা করব ভুবন জয়’ স্লোগান নিয়ে সিসিমপুর শুরু করেছে তাদের নবম সিজন। ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় নবম বর্ষে সিসিমপুরের জনপ্রিয় মাপেটদের নতুন নতুন পর্ব আর জনসচেতনতামূলক বিজ্ঞাপন। গল্পগুলোর বিষয়বস্তু হিসেবে ইউএসএআইডির বিভিন্ন উন্নয়ন সূচক, যেমন জীববৈচিত্র্য, পুষ্টিকর খাবার, খাদ্য নিরাপত্তা, পানিজনিত বিপদ থেকে নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর অভ্যাস, ভূমিকম্প বিষয়ক নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন ইত্যাদি বিষয়কে শিশুতোষভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও সিসিমপুর প্রাক-প্রাথমিক, ১ম ও ২য় শ্রেণির ১৫০০০ শিশুদের বাংলা পঠন ও জীবন দক্ষতা উন্নয়নের জন্য স্কুলভিত্তিক একটি প্রকল্প পরিচালনা করছে।


সিসিমপুরের নবম বর্ষের পর্বগুলো ইফাদ গ্রুপের ‘এগি’নুডলসের সৌজন্যে আরটিভিতে প্রচারিত হচ্ছে শুক্রবার সকাল ৯:১৫ মিনিটে, সোমবার ও বুধবার বিকাল ৫টায়। অনুষ্ঠানটির ব্যাবস্থাপনা সহযোগী হিসেবে কাজ করেছে ওয়াটারমার্ক কমিউনিকেশান।


(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেবি)