logo ০৫ মে ২০২৫
সিটিএনের বর্ষপূর্তিতে ঢাকাটাইমসের শুভেচ্ছা
কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ ফেব্রুয়ারি, ২০১৫ ২১:৩১:৫৪
image


কক্সবাজার: কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন সংবাদপত্র ‘কক্সবাজার টাইমস্ ডটকম (সিটিএন)’র ৩য় বর্ষে পর্দাপন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিটিএনের কার্যালয়ে পত্রিকাটির প্রধান সম্পাদক সরওয়ার আলমের হাতে ঢাকাটাইমসের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকাটাইমসের কক্সবাজার প্রতিনিধি বলরাম দাশ অনুপম।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, প্রবীণ সাংবাদিক ও দৈনিক বাঁকখালীর নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও কক্সবাজার নিউজ. কম’র চেয়ারম্যান অধ্যাপক আক্তার চৌধুরী, সিটিএনের সম্পাদক বিপ্লব কান্তি দে, পরিচালনা সম্পাদক ইসলাম মাহমুদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এমআর)