সাংবাদিক হোসাইন জাকিরের জন্য দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:৪৯:৫০

ঢাকা: নির্বাচন কমিশন সাংবাদিকদের সংগঠন, রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদ্য প্রয়াত সভাপতি হোসাইন জাকিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসাথে নির্বাচন কমিশনার মো. আবু হাফিজের সদ্য প্রয়াত স্ত্রী’র জন্যও মাহফিলে দোয়া করা হয়।
মঙ্গলবার বাদ জোহর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আরএফইডি এই দোয়া মাহফিলের আয়োজন করে।
রাজধানী আগারগাঁওয়ের শেরেবাংলানগরের এনইসি কমপ্লেক্সে মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া এই দোয়া মাহফিল পরিচালনা করেন।
এ সময় মো. শাহনেওয়াজ হোসাইন জাকিরের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আমি জাকিরকে ব্যক্তিগতভাবে ভালো জানি। তিনি সবসময় হাস্যোজ্জ্বল ছিলেন এবং সবার সঙ্গে মিলেমিশে চলতেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
ইসি সচিব সিরাজুল হোসাইন জাকিরের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, শুধু মিলাদ মাহফিলে করে দায়িত্ব শেষ করলে চলবে না, তার তিনটি সন্তান আছে। সব সময় তার পরিবার ও সন্তানদের খোঁজখবর রাখা আমাদের উচিত। অবশ্যই সাংবাদিক বন্ধুরা বিষয়টি মাথায় রাখবেন।
মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব সজেসমিন টুলি, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন, সহকারী সচিব আশফাকুর রহমান, মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা।
গত ২১ ফেব্রুয়ারি শনিবার বিকাল পৌনে ৫টায় মিরপুর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা হোসাইন জাকির। তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
স্ত্রী ফরিদা ইয়াসমিন, কন্যা নিলয় (১৪), ছেলে আকাশ (১১) ও স্বপ্নসহ (১ বছর ৬ মাস) অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন হোসাইন জাকির।
ক্যানসার ধরা পড়ার পর উন্নত চিকিৎসার জন্য হোসাইন জাকিরকে গত বছরের অক্টোবরের মাঝামাঝি ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতাল থেকে ফেরত পাঠানোর পর তিন মাসেরও বেশি সময় ধরে ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
প্রায় ১৮ বছর ধরে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন জাকির। তিনি বেশ কয়েক মাস আগে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শে বায়োপসি পরীক্ষা করানো হলে তার মুখে ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
হোসাইন জাকির সর্বশেষ দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেন। এর আগে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশের প্রধান প্রতিবেদক এবং যুগান্তরে বিশেষ প্রতিনিধি ছিলেন।
সেরা প্রতিবেদনের জন্য ২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০০৯ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি পুরস্কার এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার পান হোসাইন জাকির।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/ইরা/জেবি)