জাস্ট নিউজ ব্লক করে দিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০১:১৪:৩০
ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল জাস্ট নিউজ ব্লক করে দিয়েছে সরকার। জাস্ট নিউজ বিডি ডটকম বাংলাদেশের কোথাও দেখা যাচ্ছে না।জাস্ট নিউজ বিডি ডটকমের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন খান মোহন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাস্ট নিউজের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ব্র্যাক নেট লিমিটেড তাদের জানিয়েছে, বিটিআরসির নির্দেশনায় জাস্ট নিউজ ব্লক করে দেয়া হয়েছে।
মহিউদ্দিন খান বলেন, আমরা এখনও নিশ্চিত না যে বিটিআরসি এমন কোনো নির্দেশনা দিয়েছে কিনা। সংশ্লিষ্টরা অনুসন্ধান চালাচ্ছে। তবে সত্যি সত্যিই যদি বিটিআরসি এমন নির্দেশনা দিয়ে থাকে, তাহলে এটা হবে গণমাধ্যমের ওপর সরকারের অযাচিত হস্তক্ষেপ।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/কেএস/এলএ)