logo ০৫ মে ২০২৫
অস্ট্রেলীয় সাংবাদিককে বহিষ্কার করলো ইন্দোনেশিয়া
ঢাকাটাইমস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৩:৪৫:২৭
image

ঢাকা: ইন্দোনেশিয়ায় ভিসা ছাড়া প্রবেশ করায় অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিককে বহিষ্কার করেছে দেশটি। তিনি মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই অস্ট্রেলীয় নাগরিকের খবর পরিবেশন করেন। শনিবার এক অভিবাসন কর্মকর্তা একথা জানান।


ইন্দোনেশিয়ার উপকূলীয় শহর কিলাক্যাপে অভিযুক্ত এক অস্ট্রেলীয় নাগরিকের আত্মীয়ের সাক্ষাৎকার নিলে অভিবাসন কর্মকর্তারা ডেইলি মেইল পত্রিকার সাংবাদিক ক্যান্ডাসে সুটোনকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়ে যায়।


শহরটি একটি কারাদ্বীপের কাছেই অবস্থিত। সেখানেই মাদক পাচারকারী মিউরান সুকুমারান ও অ্যান্ড্রু চ্যানের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।


অভিবাসন কর্মকর্তা ইয়ান ওয়েলি উইগুনা বলেন, ‘গত রাতে আমরা ওই সাংবাদিককে ওয়ান্টাসের একটি বিমানে করে অস্ট্রেলিয়া ফেরত পাঠিয়েছি।’


এর আগে অভিভাসন বিভাগ জানিয়েছিল, সুটোন সাংবাদিক ভিসা দেখাতে ব্যর্থ হন এবং অভিবাসন আইন ভঙ্গ করে ভ্রমণ ভিসা নিয়ে কাজ করেন। তিনি ভ্রমণ ভিসায় ইন্দোনেশিয়া আসেন।


ওই দুই অস্ট্রেলীয় নাগরিকের সঙ্গে একজন ফরাসী ও এক ব্রাজিলিয়ানকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। কবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তা জানানো হয়নি।


(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/জেএস)