দেশ টিভির গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৯:৪৫:২১
ঢাকা: রাজধানীর মৌচাকে দেশ টিভির একটিসহ দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে গাড়িতে আগুন দেওয়ার পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী আবদুস সামাদ বলেন, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার সময় মৌচাকে অবস্থিত টিভি চ্যানেলটির ভবনের বিপরীত পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
দমকল বাহিনীর সদর দপ্তরের অপারেশন অফিসার বলেন, আগুন নিয়ন্ত্রণে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এএ/জেবি)