একুশে চেয়ারম্যানের জামিন আপিলে বহাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:০৫:০৫

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে সরকারপক্ষের করা আবেদন নিষ্পিত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে সালামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। সরকারপক্ষে ছিলেন এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
এর আগে পর্নোগ্রাফির এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন সালাম। সেই জামিন স্থগিত করতে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আজ শুনানি শেষে আপিল নিষ্পত্তি করে সালামের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
এর আগে গতকাল বুধবার কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়া একুশে টেলিভিশনের (ইটিভি) সম্প্রচারে প্রতিবন্ধকতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
আগামী তিন সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও ডিবির জয়েন্ট কমিশনারসহ ১৭ জনকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৫ জানুয়ারি রাতে ইটিভি কার্যালয়ের সামনে থেকে আব্দুস সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা পর্নোগ্রাফির অ্যাক্টের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
(ঢাকাটাইমস/ ২৬ ফেব্রুয়ারি / এআর / ঘ.)