logo ০৫ মে ২০২৫
রিয়েল এস্টেট জার্নালিস্ট ফোরামের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মার্চ, ২০১৫ ০০:২৫:০৯
image

ঢাকা: বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্থনৈতিক রিপোর্টারদের নিয়ে যাত্রা শুরু করলো সাংবাদিকদের নতুন সংগঠন রিয়েল এস্টেট জার্নালিস্ট ফোরাম (আরইজেএফ)।

সম্প্রতি  রাজধানীর স্থানীয় একটি হোটেলে মাই টিভির সি এম আমিনুল মজলিশকে সভাপতি এবং বাংলাভিশনের রিশান নাসরুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি চূড়ান্ত করা হয়।


এই কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের শাহ আলম নূর, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের রুহুল আমীন রাসেল, সাংগঠনকি সম্পাদক এটিএন নিউজের গোলাম কাদির রবু, দপ্তর সম্পাদক দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল, কোষাধ্যক্ষ পদে নতুন বার্তা ডটকমের এস এম এ কালাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনয়ন করা হয়েছে চ্যানেল-নাইনের ফরহাদ হোসেনকে।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চ্যানেল-২৪ এর ফারুক মেহেদী, দৈনিক নয়া দিগন্তের জিয়াউল হক মিজান, এটিএন বাংলার মোরশেদ আলম, এনটিভির হাসানুল  শাওন, যমুনা টিভির সুশান্ত  সিন্হা, দৈনিক বণিক বার্তার জেসমিন মলি এবং দৈনিক সমকালের মিরাজ শামস্।

সংগঠনের সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে রিপোর্টিংয়ের অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার বিষয়টিকেও বিবেচনায় আনা হবে। সদস্যদের এবং সংবাদকর্মীদের পেশাগত মানন্নোয়নে কাজ করে যাবে সংগঠনটি। সভায় উপস্থিত ছিলেন আবু আলী(দৈনিক আমাদের সময়ের), এস এম এ কালাম(নতুন বার্তা ডটকম), রহিম শেখ (দৈনিক জনকণ্ঠ), গৌতম ঘোষ (দৈনিক সংবাদ), এম এন আখতার (দৈনিক সংগ্রাম), সাখাওয়াত সুমন (আলোকিত বাংলাদেশ), এম এম মাসুদ (মানবজমিন), মিজানুর রহমান (ডেইলি অবজারভার), ওবায়দুর রহমান (ভোরের কাগজ), শেখ নাসির হোসেন( বাংলানিউজ২৪ডটকম) আতিক বাবু (দেশ টিভি), সাজ্জাদ বিপ্লব (এসএ টিভি), নীলা হাসনাত (এশিয়ান টিভি), ইমতিয়াজ আহমেদ (সময় টেলিভিশন), বিপ্রজিত বাপ্পা (মোহনা টেলিভিশন) ও  সেজান (একাত্তর টেলিভিশন)।


(ঢাকাটাইমস/৪মার্চ/জেবি)