গাজীপুর প্রেসক্লাবে সভাপতি খায়রুল, সম্পাদক আমিনুল
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
০২ মার্চ, ২০১৫ ২০:৩২:৩৩

গাজীপুর: গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের (২০১৫-১৬) সালের বার্ষিক নির্বাচন সোমবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বৈশাখী টিভি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম সভাপতি এবং দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৭ সদস্য বিশিষ্ট নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন (দিনকাল), সহ-সভাপতি আবুল হোসেন (যায়যায় দিন), যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া (এসএ টিভি), কোষাধ্যক্ষ এসএম রিপন শাহ (সকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল বারী বাবুল (সংগ্রাম), দপ্তর সম্পাদক আবুল হাসান (ইনডিপেনডেন্ট টেলিভিশন), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক হাজিনুর রহমান শাহীন (দি ইনডিপেন্ডেন্ট)।
নির্বাহী সদস্যরা হচ্ছেন মো. মুজিবুর রহমান (ইত্তেফাক), মো. মাজহারুল ইসলাম মাসুম (এটিএন বাংলা), এম. নজরুল ইসলাম (দেশ টিভি), সারওয়ার হোসেন (আজকের গাজীপুর), মো. শাহীন (ফিনান্সিয়াল এক্সপ্রেস), হাসমত আলী (মুক্ত সংবাদ) ও ফারদিন ফেরদৌস (মাছরাঙা টিভি)।
(ঢাকাটাইমস/২মার্চ/প্রতিনিধি/জেবি)