logo ০৫ মে ২০২৫
সাংবাদিক শামসুস সালেহীন আর নেই
নারায়ণগঞ্জ প্রতিনিধি,ঢাকাটাইমস
১০ মার্চ, ২০১৫ ১৫:৪৯:১৩
image

নারায়ণগঞ্জ: ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক শামসুস সালেহীন আর নেই।


তিনি মঙ্গলবার ভোর ৫টায় নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)।


তিনি দীর্ঘ চার বছর যাবত অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে সাংবাদিক সালেহীনের বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী দুই মেয়ে ও এক পুত্র সন্তানসহ আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।


মঙ্গলবার বাদ জোহর আমলাপাড়া জামে মসজিদে জানাজা শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে তার মরদেহ রাখা হলে ঢাকা ও নারায়ণগঞ্জে কর্মরত নারায়ণগঞ্জের সকল স্তরের সাংবাদিক মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।


এ সময় শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইশারফ হোসেন ইশা, ঢাকা রিপোর্টার ইউনিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংসদ লিয়াকত হোসেন খোকা।


পরে নগরীর মাসদাইর কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।


(ঢাকাটাইমস/১০মার্চ/প্রতিনিধি/এলএ)