logo ০৫ মে ২০২৫
সম্পাদকের বাড়িতে হামলায় ফরিদপুরের সাংবাদিকদের নিন্দা
ফরিদপুর প্রতিনিধি,ঢাকাটাইমস
০৭ মার্চ, ২০১৫ ১৩:১৯:০৯
image

ফরিদপুর: যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ও পত্রিকাটির সম্পাদক নারগিস ইসলামের বাসায় বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফরিদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা।


শনিবার সকালে স্থানীয় নাগরিক বার্তা কার্যালয়ে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী’র সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা থেকে এই নিন্দা জানানো হয়।


সভায় উপস্থিত ছিলেন- জাহিদ রিপন, হাসানউজ্জামান, শেখ মফিজুর রহমান শিপন, ফরিদপুর অনলাইন জার্নালিষ্ট ফোরামের সভাপতি বেলাল চৌধুরী, ইত্তেফাক প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, চ্যানেল নাইন প্রতিনিধি বিকে শিকদার সজল, নাগরিক বার্তার নিজস্ব প্রতিবেদক রেজাউল করীম রনী প্রমুখ।


তরিকুল ইসলামের বাসায় বোমা হামলাকে উদ্বেগজনক উল্লেখ করে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিক নেতারা।


(ঢাকাটাইমস/৭মার্চ/প্রতিনিধি/এলএ)