logo ০৫ মে ২০২৫
ভারতের প্রখ্যাত সাংবাদিক বিনোদ মেহতা প্রয়াত
ঢাকাটাইমস ডেস্ক
০৮ মার্চ, ২০১৫ ১৮:০৭:১৬
image

ঢাকা: চলে গেলেন ভারতের প্রখ্যাত সাংবাদিক ও আউটলুক পত্রিকার প্রাক্তন সম্পাদক বিনোদ মেহতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার সকালে মৃত্যু হয় তার। মাল্টি অর্গ্যান ফেলিওর তার মৃত্যুর কারণ বলে জানিয়েছেন এইমস-এর মুখপাত্র অমিত গুপ্তা।

১৯৪২ সালে পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে জন্ম হয় বিনোদ মেহতার। সাহসী সাংবাদিকতার জন্য বিখ্যাত বিনোদ মেহতা ২০১২-র ফেব্রুয়ারি পর্যন্ত আউটলুক পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। আউটলুকের আগে দিল্লিতে 'দ্য পায়োনিয়ার' সংবাদপত্রের প্রতিষ্ঠা করেন তিনি। রচনা করেন অভিনেত্রী মীনা কুমারী ও রাজনীতিবিদ সঞ্জয় গান্ধীর জীবনী।


তাঁর মৃত্যুতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


(ঢাকাটাইমস/৮মার্চ/জেবি)