সাভারে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক আটক
সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ মার্চ, ২০১৫ ২১:৩৭:২৭

সাভার: সাভারে সাংবাদিক পরিচয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজির করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার বিকালে সাভার থানা রোড থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মফিজুর রহমান সোহেল (৩৫)। তিনি নিজেকে ১২টি পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মী বলে পরিচয় দেন।
এলাকাবাসী জানায়, সোহেল এক সময় মজিদপুর এলাকার নৈশ্য প্রহরী ছিল। বর্তমানে সে এক ডজন পত্রিকার সাংবাদিক বলে নিজেকে পরিচয় দেয়। অসামাজিক ব্যবসা, মাদক, অপহরণ ও চাঁদাবাজির সম্রাট বলা হয় তাকে। দৈনিক সন্ধ্যাবানী, রুদ্রবাংলা, লাল সালাম, আইন-আদেশ ও আদালতসহ প্রায় এক ডজন পত্রিকার সাংবাদিক তিনি। এছাড়াও নিজেকে মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দেন তিনি। এই পরিচয় দিয়ে তিনি নানাভাবে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করেন। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, গত ২ মার্চ সাভার বাজার বাসস্ট্যান্ডে নিউ কিউর এক্স-রে অ্যান্ড প্যাথলজি সেন্টারে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে সোহেল।
এসময় দাবি করা টাকা না দেয়ায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদও প্রকাশ করে সে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মহসিন উদ্দিন আহম্মেদ বাদী হয়ে শুক্রবার রাতে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। এরই প্রেক্ষিতে তাকে আটক করা হয়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
নিউ কিউর এক্স-রে এন্ড প্যাথলজি সেন্টারে মালিক মহসিন উদ্দিন আহম্মেদ বলেন, ‘সাংবাদিক পরিচয়ে দানকারী সোহেল সংবাদ প্রচারের হুমকি দিয়ে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
(ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/এমআর)