logo ০৫ মে ২০২৫
বিটিভির সংবাদ পাঠিকা উম্মে কুলসুম হাশেমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ মার্চ, ২০১৫ ২০:৫১:০৫
image

ঢাকা: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র সাবেক সিনিয়র সংবাদ পাঠিকা উম্মে কুলসুম হাশেম গতরাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।


মাসিক ম্যাগাজিন দি গার্ডিয়ানের সম্পাদক আবুল হাশেমের স্ত্রী কুলসুম গত একবছর ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। রাজধানীর মিলেনিয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১২টা ২৫মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


তিনি স্বামী, একমাত্র পুত্র, আত্মীয়-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৪৯ বছর।


উম্মে কুলসুম হাশেম বাংলাদেশ বেতারের সিনিয়র সংবাদ পাঠিকা ছিলেন। তিনি মোহাম্মদপুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক এবং মোহাম্মদপুর গভর্নমেন্ট আইডিয়াল প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন ইন্সটিটিউট থেকে এমফিল ডিগ্রি লাভ করেন।


মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে উম্মে কুলসুম-এর মরদেহ মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা মরহুমের আত্মার শান্তির জন্য সবার দোয়া কামনা করেছেন।


(ঢাকাটাইমস/১৫মার্চ/জেবি)