logo ০৫ মে ২০২৫
সংবাদ পাঠক সাজাহান খন্দকার আর নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মার্চ, ২০১৫ ১৪:২২:২০
image

ঢাকা: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের বিশিষ্ট সংবাদ পাঠক সাজাহান খন্দকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫০ বছর।


সাজাহান খন্দকারের মৃত্যুর খবরে বিটিভি, বেতারসহ শিল্পী সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।


বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে বাদ জোহর ও বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাজা শেষে মোহাম্মদপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।


(ঢাকাটাইমস/২০মার্চ/জেবি)