logo ০৫ মে ২০২৫
সাংবাদিক বদিউজ্জামানের বাবা আর নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মার্চ, ২০১৫ ১৯:৪৪:৩৯
image


ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক কালেরকন্ঠের সিনিয়র রিপোর্টার মো. বদিউজ্জামানের বাবা মমতাজ উদ্দিন মোল্লা আর নেই।  শুক্রবার সকাল ৭টায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ডিআরইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি দীর্ঘ দিন ধরে দূরারোগ্য ব্যাধিসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর নামাজে জানাজা শেষে মাগুরার মোহাম্মাদপুর উপজেলার টানানগর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে ইজাহার উদ্দিন মাস্টার ওরফে মমতাজ উদ্দিন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

(ঢাকাটাইমস/ ২০ মার্চ/ এইচএফ/ঘ.)