বিটিভির অনুষ্ঠানের মান বাড়ানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ মার্চ, ২০১৫ ১৯:২৮:৫০

ঢাকা: তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বিটিভির অনুষ্ঠানমালা আরো আকর্ষণীয় ও দর্শকপ্রিয় করার লক্ষ্যে অনুষ্ঠানসমূহের মানোন্নয়ন এবং দেশের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতি বিষয়ক অধিক অনুষ্ঠান সম্প্রচার করার সুপারিশ করা হয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এ. কে. এম রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মৃণাল কান্তি দাস, সাইমুম সরওয়ার কমল এবং তারানা হালিম সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিটিভির অনুষ্ঠানের মানোন্নয়ন নিশ্চিতকল্পে বিভিন্ন পদক্ষেপ এবং বিটিভির কলা-কুশলী ও শিল্পী সম্মানী বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, বিটিভি’র সুবর্ণ জয়ন্তী উদযাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। বিটিভির অনুষ্ঠানগুলো অধিক আকর্ষণীয় করার লক্ষ্যে অনুষ্ঠানসমূহ আরো বৈচিত্র্যপূর্ণ ও নান্দনিক করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমসাময়িক বিষয়, জীবন-ঘনিষ্ঠ অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠানসহ বিভিন্ন নতুন অনুষ্ঠান চালুর পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।
সভায় জানানো হয়, এছাড়া বিভিন্ন অনুষ্ঠান এবং সংবাদের সার্বিক মানোন্নয়নের পরামর্শগত সুবিধা প্রদানের জন্য বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিদের সমন্বয়ে অনুর্ধ্ব সাত সদস্য বিশিষ্ট পৃথক দুইটি কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কমিটি বিটিভি’র শিল্পী ও কলাকুশলীদের দক্ষতা ও মানোন্নয়নে বার্ষিক পুরস্কার প্রদানের ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ প্রদান করে।
কমিটি বিটিভি’র সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সম্পর্কিত বিষয়ে তদন্ত ও বিটিভি’র সার্বিক উন্নয়নের লক্ষ্যে করণীয় সম্পর্কিত রিপোর্ট প্রদানের লক্ষ্যে গঠিত সাব-কমিটির মেয়াদ আরও দুই মাস বৃদ্ধি করে।
সভায় এছাড়া বাংলাদেশ বেতারের শিল্পী ও কলাকুশলীদের সম্মানী বৃদ্ধি ও অস্থায়ী শিল্পীদের চাকরি স্থায়ীকরণ বিষয়ে গঠিত সাব-কমিটির রিপোর্ট প্রদানের সময়সীমাও দুই মাস বৃদ্ধি করা হয়।
তথ্য সচিব মরতুজা আহমদ, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক, বিটিভির মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৮মার্চ/জেবি)