বরগুনায় রেডিও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৮ মার্চ, ২০১৫ ০০:০৪:২৯

বরগুনা: বরগুনায় কমিউনিটি রেডিও লোকবেতারের আয়োজনে মঙ্গলবার রেডিও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)’র কারিগরি সহযোগিতায় ওরিয়েন্টেশন অন ফেলোশিপ ফর ইয়ং উইমেন ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল এবং এনটিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি সোহেল হাফিজ।
প্রশিক্ষণে লোকবেতারের ১০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল, ফিচার, নারী-শিশু বিষয়ক প্রতিবেদন তৈরি ও রেডিও সাংবাদিকতা নিয়ে আলোচনা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮মার্চ/জেবি)