logo ১৬ মে ২০২৫
তিন সাংবাদিকের মামলা প্রত্যাহারের ঘোষণা
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ মার্চ, ২০১৫ ১৫:৫০:৪৯
image

রাজশাহী: রাজশাহীর তিন সাংবাদিকের নামে দায়ের করা নাশকতার মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। একই সঙ্গে এ ঘটনার জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


শুক্রবার রাতে রাজশাহী সার্কিট হাউসে রাজনৈতিক নেতা, পুলিশ ও সাংবাদিকের এক সভায় তিনি এই ঘোষণা দেন।


প্রসঙ্গত, প্রথম আলোর আলোকচিত্রী সাংবাদিক শহীদুল ইসলাম, দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোপ্রধান আনু মোস্তফা ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন রায়হানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে গত মাসে তিনটি করে মামলা করে পুলিশ। এসব মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে বাস পোড়ানো ও পুলিশের ওপর ককটেল হামলার মতো অভিযোগ আনা হয়।


সাংবাদিকদের আন্দোলনের মুখে অবশেষে স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের নিয়ে এক বৈঠক করে এর সমাধানের প্রস্তাব রাখেন।


এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অনুষ্ঠিত ওই সভায় পুলিশ কমিশনার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা দেন।


(ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/জেবি)