logo ০৫ মে ২০২৫
গার্ডিয়ানে প্রথম নারী সম্পাদক
ঢাকাটাইমস ডেস্ক
২১ মার্চ, ২০১৫ ২১:১৬:৩৫
image

ঢাকা: প্রথমবারের মতো প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী।

শুক্রবার সাংবাদিক ক্যাথারিন ভাইনারকে সম্পাদক হিসেবে নিয়োগ দেয় গার্ডিয়ানের স্বত্বাধিকারী স্কট ট্রাস্ট।


আসন্ন গ্রীষ্মে অ্যালান রুজব্রিজারের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করবেন ৪৪ বছর বয়সী ক্যাথারিন। বর্তমানে গার্ডিয়ানের যুক্তরাষ্ট্র শাখার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন ক্যাথারিন।

সংবাদ প্রতিষ্ঠানটির কর্মীদের ভোটে ক্যাথারিন নির্বাচিত হওয়ার পর এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। চূড়ান্ত তালিকায় ক্যাথারিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন গার্ডিয়ানের সাবেক উপসম্পাদক এবং বর্তমানে বিবিসির নিউজ নাইট প্রোগ্রামের সম্পাদক আয়ান কাটজ।

গেল ২০ বছর ধরে গার্ডিয়ানের সম্পাদনার দায়িত্ব পালন করছেন রুজব্রিজার। তার সময়ে সংবাদপত্রটিকে প্রিন্ট থেকে ডিজিটালে রূপান্তরকরণ, যুক্তরাষ্ট্রে শাখা বিস্তার করা হয়। একইসময়ে সংবাদ প্রতিষ্ঠানটি পুলিৎজার পুরস্কারও লাভ করে।


(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি)